🌀 ট্রপিকাল সিস্টেম আপডেট____!
বঙ্গপোসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্ত টি বর্তমানে একটি লঘুচাপে সৃষ্টি হয়েছে ।
এটি পরবর্তীতে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । আর উপযুক্ত অনূকূল পরিবেশ পেলে এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে ।
এই সিস্টেম এর প্রভাবে আগামী ১৬-২০ শে নভেম্বর এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ও মাঝারি-ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
☑ আরও বিস্তারিত আসছে খুব শীঘ্রই । অতএব, বিস্তারিত আপডেট জানার জন্য নিয়মিত পেজের পোস্ট গুলোতে নজর রাখুন এবং আমাদের সাথেই থাকুন ।
✅ সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।
#আপডেটঃ ১৪ ই নভেম্বর ২০২৩, মঙ্গলবার, রাত ১১:৪৫ মিনিটে ।
ধন্যবাদ,
No comments