হ্যাঁ, এটি একটি ক্রান্তীয় সিস্টেমের উপর নির্ভর প্রায় শক্তিশালী বৃষ্টি বলয় । আর বৃষ্টি বলয় 'শীতল' এর পরিবর্তে আসছে এই বৃষ্টি বলয় 'পূবালি ২' ।
সম্ভাব্য সময়সীমা : ১৫ ই নভেম্বর রাত হতে ২০ শে নভেম্বর ২০২৩, পর্যন্ত ।
সর্বোচ্চ সক্রিয় : ১৬-১৮ ই নভেম্বর ২০২৩, পর্যন্ত ।


বেশি আক্রান্ত : খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ ।

কম আক্রান্ত : রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ।

বিশেষ করে এই সময়ের মধ্যে পর্যায়ক্রমে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক এলাকায় মাঝারি-ভারি বৃষ্টি /বর্ষণ হতে পারে এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের বেশকিছু এলাকায় হাল্কা-মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে । আর সেইসাথে উক্ত অঞ্চল গুলোর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিও হতে পারে ।

কৃষক ভাইদের জন্য বিশেষ সতর্কতা : আগামী ১৫ তারিখের মধ্যে উক্ত অঞ্চলের কৃষকেরা ধান সংগ্রহের কাজ শেষ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেন ।

যাহোক বৃষ্টি বলয় 'পূবালি ২' সম্পর্কে আরও বিস্তারিত আপডেট আসছে আগামীকাল রাতে ইনশাআল্লাহ্ । অতএব, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমাদের সাথেই থাকুন ।

সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন, সতর্ক থাকুন ও নিরাপদ থাকুন এবং দেশকে ভালোবাসুন ।
#আপডেটঃ ১৩ ই নভেম্বর ২০২৩, সোমবার, দুপুর ৩:৪৫ মিনিটে ।
ধন্যবাদান্তে,
Bwot Weather.
(A Virtual Weather Research Center of Bangladesh)
-------------------------------------------------------------------------------
🔗 WEATHER LIVE UPDATE:
#আপডেটঃ ১২ ই নভেম্বর ২০২৩, রবিবার, দিবারাত ১:৩০ মিনিটে ।
No comments