Sri Ramakrishna Mutt, Chennai
এই মঠ টি চেন্নাইয়ের মাইলাপুরির নিকটে অবস্থিত । পর্যটকদের দেখার মতো খুবই সুন্দর একটি স্থান । এই মঠের সৌন্দর্য দেখলে আপনিও মুগ্ধ হবেন । এই মঠের দেওয়ালের টাইলস বা পাথর ও কারুকার্য গুলো খুবই সুন্দর । এই মঠের সৌন্দর্য সকালে একরকম, বেলা হলে একরকম, দুপুরে একরকম এবং সন্ধ্যা ও রাতে অন্যরকম । কারণ এই মঠের দেওয়ালের রং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দেখা যায় ।
যারা চেন্নাইয়ে যান ঘুরতে বা চিকিৎসার জন্য, সময় ও সম্ভব হলে এই মঠের সৌন্দর্য দেখে আসতে পারেন । এটি চেন্নাইয়ের Apollo হাসপাতাল, গ্রীমস রোড হতে খুব একটা বেশি দূরে না ।
🔗 MY OTHERS VIDEO:
No comments